বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর ওভারহেড সাইকেল কিকের বলটিই পেল উয়েফা বর্ষসেরা গোলের খেতাব। ভোটাভুটিতে এই গোলটি সর্বাধিক ভোট পেয়ে সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ১১টি গোল বর্ষসেরা গোলের জন্য প্রথামিকভাবে মনোনয়ন লাভ করেছিল। তন্মধ্যে তুরিনে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে তৎকালীন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদোর গোলটি সেরার আসন লাভ করে।
এই ঘটনায় ৩৩ বছর বয়সি এই পর্তুগাল সুপার স্টার টুইট বার্তায় লিখেছেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। ওই মুহূর্তটিকে আমি কখনো ভুলব না। বিশেষ করে (গোলের পর) মাঠের দর্শকদের প্রতিক্রিয়া।’
ম্যাচের ৬৪তম মিনিটে দানি কারভাজালের ক্রসের বলকে এক্রোবেটিক কায়দায় গোলে পরিণত করেছিলেন রোনালদো। গোলটিকে নিজের ক্যারিয়ারের ‘সেরা গোল’ বলে উল্লেখ করেন রোনালদো। ম্যাচে ৩-০ গোলে জয় লাভ করে টানা তৃতীয়বারের মত শিরোপা জয় করা রিয়াল মাদ্রিদ।
পাঁচ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী রোনালদো ১২০ গোল করে চ্যাম্পিয়নস লীগের সর্বকালের সর্বাধিক গোলদাতার আসন দখল করে আছেন।