ইভিএম জনপ্রিয়তা পাবে না : এরশাদ

ডেস্ক রিপোর্ট

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি বলেন, ‘মানুষ তো টিপসই দিতে পারে না, ইভিএমে টিপ দেবে কীভাবে? এতগুলো আসনে যদি একসঙ্গে ইভিএম হয়, তবে তার সফলতা নিয়ে আমরা নিশ্চিত নই।’

শনিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে কুড়িগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুড়িগ্রাম-২ আসনের মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগ নেতা পনির উদ্দিন আহমেদের জাপায় যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ৫ তারিখে দলের যৌথসভায় আলোচনার পর ইভিএম বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান সাবেক রাষ্ট্রপতি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রেক্ষাপটে সেটার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এরশাদ বলেন, ‘ইভিএমের ব্যাপারে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিং পদ্ধতি চালুর আগে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তা না করে ইভিএম জনগণের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে এরশাদ বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি-না সেটা তাদের বিষয়। তবে জাতীয় পার্টি এখন আগের থেকে শক্তিশালী।’ এককভাবে নির্বাচন করতে জাতীয় পার্টি প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে ড. কামাল হোসেনের গণফোরামকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের উদ্যোগকে কীভাবে দেখছেন- সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘সবাই জোট করতে পারে। এটা তাদের ব্যাপার। আমি আমার জোট নিয়ে আছি।’

‘জাতীয় পার্টি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। একটি দল আছে (বিএনপি), তারা যদি নির্বাচনে আসে তাহলে আমরাও জোটবদ্ধ হবো, নাহলে একক নির্বাচন করবো। আমরা ক্ষমাতায় যাওয়ার মতো অবস্থা তৈরি করছি।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে