ডেস্ক রিপোর্ট
শিক্ষার্থীদের কাঁধে ভর করে অনেকে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না। বাবা-মার কাছ থেকে শিখেছি, নীতির প্রশ্নে কোনো আপোস নেই।’
শুক্রবার গণভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট ছোট্ট ছাত্রদের ঘাড়ে পা রেখে অনেকে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, এদের অনেকে নাকি আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। আমি স্পষ্ট বলছি, দেশের স্বার্থে কোনো ছাড় নেই। আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছি, নীতির প্রশ্নে আপোস নেই।’
তিনি বলেন, ‘কেউ কেউ নিজের ভাগ্য বদলের জন্য রাজনীতি করে, কেউ সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য রাজনীতি করে। কিন্তু যারা জনগণের জন্য রাজনীতি করে, ইতিহাস তাদের মূল্যায়ন করেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও তার আদর্শ মুছে ফেলা যায়নি। কারণ তিনি জনগণের রাজনীতি করেছেন। তাদের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।’
এ সময় ছাত্রলীগের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে ছাত্রলীগকে। আদর্শের পতাকা ধারণের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে তোমাদের দেশের উন্নয়নের কাজে মনোনিবেশ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ মেনে চললে দেশের উন্নয়ন সম্ভব। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।’
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।