বিসিবির শুনানিতে যেতে হচ্ছে আজ তিন ক্রিকেটারকে

বিশেষ প্রতিনিধি

বিসিবির শুনানিতে আজ শনিবার সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকে ডাকা হয়েছে।ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন তারা। কি আছে এ তিন জনের ভাগ্যে? জানা গেছে, কঠিন শাস্তি হতে পারে সাব্বির রহমান। একের পর নারীঘটিত বিষয়ে বিতর্কিত তিনি।

অবশ্য বিসিবি আগেও সাব্বিরকে বড় শাস্তি দিয়েছে। শুধু নারী কেলেঙ্কারিতেই নয়, গরম মেজাজের জন্য সাব্বিরের কুখ্যাতি রয়েছে। প্রায়ই হাঙ্গামা বাঁধিয়ে দেন ক্রিকেটার বা সমর্থকদের সঙ্গে।

সবশেষ ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ ছিলেন তিনি।গুঞ্জন রয়েছে, তিনি জাতীয় দলেও নিষিদ্ধ হতে পারেন। অন্যদিকে নাসির হোসেনকে নিয়েও নারীঘটিত অভিযোগ। তবে সাব্বিরের মতো গুরুতর নয়। এখন পর্যন্ত নাসির বিসিবির কোনো শাস্তির মুখোমুখি হননি। তবে এবার বিসিবি তাকে শাস্তি দিতে পারে। জরিমানার মুখে রয়েছে নাসির। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের বিষয়টি পারিবারিক ও তা আদালতে থাকায় এখনই হয়তো তিনি শাস্তির মুখোমুখি নাও হতে পারেন। তবে সতর্ক করা হবে তাকে তা বলার অপেক্ষা রাখে না। যদিও সৈকতকে রাখা হয়েছে এশিয়া কাপের দলে।

এ তিনজনের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাব্বিরকে তো ডিসিপ্লিনারি কমিটি থেকে ডাকা হয়েছে। এটার পরে সিদ্ধান্ত হবে। আর এখন তো সে স্কোয়াডে নাই, অবশ্য এর তো একটা প্রভাব আছেই। শুধু সাব্বির নয় ওরা (ডিসিপ্লিনারি কমিটি) ডেকেছে তিনজনকে। এর মধ্যে নাসির ও মোসাদ্দেকও আছে।’

চলতি বছরই দর্শক পিটিয়ে ও আম্পায়ারকে হুমকি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির রহমান। ২০ লাখ টাকা জরিমানাও গুনেন তিনি। আর বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। তাই বিসিবি এবার আরো কঠিন হওয়ার আভাস দেয়াতে ধারণা করা হচ্ছে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হবে সাব্বিরকে।

কী ধরনের শাস্তি হতে পারে তা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওরা (ডিসিপ্লিনারি কমিটি) কথা বলেই নেবে। একজনকে আত্মপক্ষ গ্রহণের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। সেজন্য ওরা ডেকেছে। যেটা হওয়া উচিত তেমন সিদ্ধান্তই আসবে।’

তবে অভিযোগ প্রমাণ হলে কঠিন সিদ্ধান্ত হবে সেটিরই আভাস দিলেন পাপন।

তিনি বলেন, অভিযোগ করতেই পারে একজন। অভিযোগ প্রমাণ হওয়ার আগেই যদি বিচার করে বসি, তারপর আদালতে দেখা গেল এটা ঠিক না, তাহলে তো অন্যায় হয়ে গেল। কাজেই নিশ্চিত হতে হবে। প্রমাণ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আমার সে জাতীয় দলে খেলতে পারবে না। আন্তর্জাতিক ক্রিকেটে যদি কেউ খেলতে না পারে, এরচেয়ে বেশি আর কি করতে পারবো।’

বিসিবি সভাপতির এ কথাতেই স্পষ্ট এ তিন জনের মধ্যে কোনো একজন হতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে