পবিত্র ঈদুল আজহার পর রাজধানীর অধিকাংশ বাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা কমেছে।
শনিবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কমে ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, ভেণ্ডি ১০ টাকা কমে ৩০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৫০ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৩৫ টাকা।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৫০ টাকা, আলু ২০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ থেলে ৪৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা।
ধনিয়াপাতা কেজি ৮০ টাকা, কাচাকলা হালি ২০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ টাকা, এছাড়া কচুর ছড়া ৪০ টাকা, লেবু হালি ২০ টাকা।
এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ২১০ টাকা কেজি। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।