লিবিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

United Nations High Commissioner for Refugees (UNHCR) Antonio Guterres attends a press conference presenting the Internal Displacement Monitoring Centre (IDMC) global overview 2014 report on May 14, 2014 in Geneva. The war in Syria is driving one family from their home every minute, pushing the number of people internally displaced by conflict to record highs globally, a report said. The study by IDMC said that 33.3 million people were displaced by violence in their own nations last year. AFP PHOTO / FABRICE COFFRINI / AFP PHOTO / FABRICE COFFRINI

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস লিবিয়ায় জাতিসংঘের মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল তার ভিত্তিতে দেশটিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে লিবিয়ায় বিদ্রোহী সৈন্যদের মধ্যে সংঘর্ষে পাঁচ দিনে ৩৯ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। সোমবার ত্রিপোলির দক্ষিণাঞ্চল সুবারবর্সে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুতেরেসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব লিবিয়ার রাজধানী ও এর আশপাশে ক্রমবর্ধমান সহিংসতা বৃদ্ধি, বিশেষত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্বিচারে গোলা বর্ষণে শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যুতে নিন্দা জানিয়েছেন।’

universel cardiac hospital

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মহাসচিব জাতিসংঘ ও মীমাংসা কমিটির মধ্যস্থতায় স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির আওতায় অবিলম্বে বৈরীতা ও সংঘর্ষ এড়াতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।’ এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা লিবিয়ার ত্রিপোল বা অন্য স্থানের নিরাপত্তা বিঘ্নিত করছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এইসব কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে