সাউদাম্পটন টেস্ট জয়ের জন্য ভারতকে ২৪৫ রানের টার্গেট দিলো স্বাগতিক ইংল্যান্ড। পথম ইনিংসে ২৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৭১ অলআউট হয় ইংলিশরা। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিলো ২৭৩ রান।
দ্বিতীয় দিন ভারতকে অলআউট করে দিয়ে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান তুলেছিলো ইংল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ২১ রানে পিছিয়ে ছিলো ইংলিশরা।
ইংল্যান্ডের উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক জো রুট ৪৮, কিটন জেনিংস ৩৬ ও বেন স্টোকস ৩০ রান করেন। তবে সাত নম্বরে ব্যাট হাতে নেমে ৬৯ রানের মূল্যবান ইনিংস খেলেন উইকেটরক্ষক বাটলার। কারান ৪৬ রানে ফিরেন। ভারতের মোহাম্মদ সামি ৪টি ও ইশান্ত শর্মা ২টি উইকেট নেন।