মিয়ানমারে অবস্থিত জাতিসংঘ দপ্তর দেশটিতে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে। রাষ্ট্রের কঠোর গোপনীয় আইন ভাঙ্গার দায়ে ইয়াঙ্গুনের একটি আদালত সোমবার তাদের প্রত্যেককে সাত বছরের সাজা দিয়েছে। খবর এএফপি’র।
মিয়ানমারে জাতিসংঘের রেসিডেন্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান কো-অর্ডিনেটর কেনাত অস্তবি বলেন, রয়টার্সের সাংবাদিক ওয়া লন ও কিয়াউ সোয়ি উ’কে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার এবং সাংবাদিক হিসেবে তাদের কাজ অব্যাহত রাখার সুযোগ দেয়া উচিত। ‘আমরা তাদের মুক্তি দেয়ার আহবান অব্যাহত রাখবো।’