সৌদির কারণে দ্বীপে পরিণত হবে আস্ত কাতার

আন্তর্জাতিক ডেস্ক

এমন একটি খাল খনন করতে চলেছে সৌদি আরব, যাতে দ্বীপে পরিণত হতে পারে আস্ত দেশ কাতার। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সৌদি আরবের একজন পদস্থ কর্মকর্তা।

কাতার ও সৌদি আরব সীমান্তের সৌদি আরবীয় অংশে এই খালটি খনন করার কথা চলছে। আর সেটা হলে আলাদা একটি দ্বীপে পরিণত হবে কাতার৷ বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল বলে খবর৷

universel cardiac hospital

ট্যুইট করে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের এক উপদেষ্টা সৌদ আল-কাহতানি জানিয়েছেন, ‘‘সালওয়া দ্বীপ প্রকল্পটি কীভাবে বাস্তবায়িত করা হচ্ছে তা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি৷ এই প্রকল্প এখানকার ভূগোলই পাল্টে ফেলবে৷”

এক সৌদি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত খালটির দৈর্ঘ্য হবে ৬০ কিলোমিটার ও ২০০ মিটার প্রস্থ হবে৷ এটি খনন করতে খরচ হবে ৭৫ কোটি মার্কিন ডলার৷ এর একটি অংশে পারমাণবিক বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলেও জানা গিয়েছে৷ মক্কা পত্রিকায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয় যে, পাঁচটি ঠিকাদার কোম্পানি ইতিমধ্যে দরপত্রও জমা দেয়৷ সেপ্টেম্বরেই বিজয়ী ঠিকাদার কোম্পানির নাম ঘোষণা করা হবে৷

কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের অবনতিরই আরও একটি নজির হতে চলেছে এই খাল৷ এর আগে ইরান ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে এবং তাদের সহযোগিতা করছে কাতার, এমন অভিযোগে ২০১৭ সালের জুন মাস থেকে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব ও তার আঞ্চলিক সহযোগী দেশ আরব আমিরাত, বাহরাইন ও মিশর৷ দোহা সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছে যে, দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানতেই এমন কাতারকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো৷

এসব দেশ গত বছর থেকেই কাতারের সঙ্গে স্থল যোগাযোগ বন্ধ করে দিয়েছে৷ তাদের নাগরিকদের সেসব দেশ থেকে বিতাড়িত করা হয়েছে৷ এমনকি কাতার এয়ারওয়েজের বিমানগুলো এসব দেশের আকাশসীমা দিয়ে উড়তে পারবে না বলেও জানানো হয়েছে৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে