রাজশাহীতে ৮ তাজা বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

সারাদেশ ডেস্ক

রাজশাহীর তানোর উপজেলায় ৮টি তাজা বোমাসহ জামায়াত নেতা ওবায়দুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বারোঘরিয়া মোড়ের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান (ওষুধের দোকান) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার দোকানে তল্লাশি করে ৮টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওবায়দুর রহমান কামারগাঁ বারোঘরিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে এবং জামায়াতের তানোর উপজেলা কমিটির সদস্য ও রোকন।

এ ঘটনায় ওবাইদুরসহ বিএনপি-জামায়াতের ৩০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করে তানোর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেছেন।

ওই মামলায় ওবায়দুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, সোমবার রাতে জামায়াত নেতা ওবায়দুর রহমানের দোকানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্র নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮টি বোমাসহ ওবাইদুরকে গ্রেফতার করা হয়।

তাজা বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে