একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানী ঢাকায় বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এ লক্ষ্যে আগামী নভেম্বরের শেষ দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের চিন্তা-ভাবনা করছে দলটি।
ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি ধরে নিয়েই দলের প্রস্তুতির পাশাপাশি দেশবাসীর সামনে নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটাতেই এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে। এর আগে চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে জাতীয় পার্টি।
এদিকে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ইতিমধ্যে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর দলের প্রেসিডিয়াম সভা আহবান করা হয়েছে। দলীয় সংসদ সদস্যদেরও এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
বনানীতে পার্টিও চেয়ারম্যানের কার্যালয় রজনীগন্ধায় অনুষ্টিতব্য ওই সভায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সভাপতিত্ব করবেন। ওই সভা থেকেই দলের নীতিনির্ধারকদের মতামত নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চুড়ান্ত করবেন তিনি।
এরপরই আগামী ৮ সেপ্টেম্বর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহবান করা হয়েছে জাতীয় পার্টির যৌথ সভা। এতে বিভিন্ন জেলা-উপজেলা-মহানগরসহ দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
যৌথ সভায়ও সভাপতিত্ব করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। এই সভা থেকে তৃণমূল নেতাদের নির্বাচনের প্রস্তুতি শুরু করাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি। সম্ভাব্য প্রার্থীদের গ্রীণ সিগন্যালও দেয়া হবে এই সভা থেকে। এছাড়া পার্টির যেসব জেলা এবং উপজেলায় সম্মেলন এখনও হয়নি, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেগুলোতে সম্মেলন শেষ করার নির্দেশ দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি গতকাল গণমাধ্যমকে বলেন, নির্বাচনের আগ মুহুর্তে আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ আয়োজনের চিন্তা-ভাবনা করছি। এর মধ্য দিয়ে আমরা আমাদের দলীয় শক্তিমত্তার বিষয়টি দেশবাসীকে আরও একদফা জানান দিতে চাই। তিনি বলেন, মহাসমাবেশের দিন-তারিখ পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা করবেন। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্টিতব্য দলের যৌথসভা থেকে তিনি এ ঘোষণা দিতে পারেন। এ মহাসমাবেশ হবে স্মরণকালের মধ্যে বৃহত্তম মহাসমাবেশ।