‘মান্না কান্না করে আগামীতে আওয়ামী লীগের পরিণতির কথা ভেবে এবং আওয়ামী লীগের মন্ত্রীদের শঙ্কার কথা ভেবে। প্রধানমন্ত্রী শুধু আমার কান্নার কথা শুনতে পান। তার মন্ত্রীরা যে কান্না করছে সেটা শুনতে পারেন না?’
বুধবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘আওয়ামী লীগের একজন মন্ত্রী, আমার নেতা ও বন্ধু যখন বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে আওয়ামী লীগের এক লাখ নেতাকর্মীর প্রাণ যাবে। এ অশঙ্কা কেন করছেন? কী অন্যায় আপনারা করেছেন, যে কারণে আপনাদের এই শঙ্কা?’
মান্না বলেন, ‘দশ বছর ধরে ক্ষমতায় থেকে শুধু লুটপাট করলেন। ইট, বালি, সিমেন্ট, ছাই, গাছপালা, জঙ্গল সব খেয়েছেন। এসবের কারণেই কি এমন শঙ্কা? আপনাদের এই শঙ্কা দেখে এবং বাংলার মানুষের দুরবস্থা দেখে আমার কান্না আসে।’
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে দেখে কাঁদি, আওয়ামী লীগকে দেখে কাঁদি আবার দেশের জনগণের জন্যও কাঁদি। আওয়ামী লীগ বুঝতে পেরেছে সেরের ওপর সোয়াসের আছে। তখন আওয়ামী লীগ কী করবে? ইভিএমের জন্য তিন হাজার ৮১৫ কোটি টাকার হিসাব দিতে হবে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে লিখতে বলেন, বঙ্গবন্ধু, ছয় দফা, ৭১ নিয়ে লেখা যায়। কিন্তু এখন যা ঘটছে তা নিয়ে লিখলে তো তুলকালাম হয়ে যাবে। সময় হলে এখনকার ঘটনা নিয়েও লিখবো।’
মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের (রব) সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনালের (অব.) ইব্রাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল, প্রফেসর দিলারা চৌধুরী প্রমুখ।