রাসিক নির্বাচনের ফলাফল বাতিলে বুলবুলের মামলা

ডেস্ক রিপোর্ট

এক মাস অতিক্রান্ত হবার পর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলাটি করেন। মামলায় নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি, ক্ষমতাসীনদের কেন্দ্র দখল, নির্ধারিত সময়ের আগেই মেয়র পদের ব্যালট শেষ হয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে মামলাটি করেছেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট আবুল কাশেম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন।

universel cardiac hospital

আইনজীবী আবুল কাশেমের সহকারী পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘মামলা দায়েরের সময় সিনিয়র আইনজীবী আবুল কাশেমের নেতৃত্বে পাঁচজন আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালতের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন। মামলায় ১৩৮টি কেন্দ্রে অনিয়ম ও ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন প্রার্থী বুলবুল।’

উল্লেখ্য, গত ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পান। তার নিকটতম প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে