কলমাকান্দা থানায় সংবর্ধনা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাজহারুল করিম । গতকাল শুক্রবার বাদ জুমা তিনি কলমাকান্দা থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে বিদায়ী ওসি এ কে এম মিজানুর রহমান কে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি মো.মাজহারুল করিম কে বরণের আয়োজন করে থানা স্টাফ।

কলমাকান্দা থানার এসআই আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- দুর্গাপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি)শাহ্ শিবলী সাদিক। এদিকে নবাগত ওসি মো. মাজহারুল করিম সর্বশেষ জামালপুর জেলার মেলাহন্দ থানার ওসি ছিলেন। তাঁর বাড়ি রাজধানী ঢাকার শাহজাদপুরে ।

universel cardiac hospital

নবাগত ওসি মো. মাজহারুল করিম বলেন, কলমাকান্দা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি সকলের সহযোগিতায় কলমাকান্দা কে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে কাজ করে যাব ইনশাল্লাহ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে