বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার সকাল পৌনে আটটার দিকে রাজধানীর তোপখানা রোডে এই মিছিল হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএমএ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিম ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
গত বুধবার এই কারাগারেই আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে।