গণবিস্ফোরণ ঘটিয়ে জনগণ সরকারকে লালকার্ড দেখিয়ে বিদায় করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে খালেদা জিয়া : আরেকটি ৫ জানুয়ারির নির্বাচনের প্রতিধ্বনি’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘চেতনা বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
খন্দকার মাহবুব বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপিকে আন্দোলন করতে হবে না। দেশের জনগণই আন্দোলন করবে। তারা রাজপথ দখল করে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করবে।’
এ সময় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এখন মাতাল হয়ে গেছে। তাই তারা যা খুশি তাই করছে। এদেরকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো সময় গণজোয়ার হতে পারে।’
আয়োজক সংগঠনের সভাপতি শামীমা রহিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।