জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিশ্চিত হলে নির্বাচনে অংশগ্রহণ করবে দলটি।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
রব বলেন, স্বাধীনতার মূল ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ দেশের জনগণের ভোটাধিকার, মানবাধিকার, রাষ্ট্র-প্রশাসন, বিকেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনায় ক্ষতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবি নিয়ে জেএসডি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে।
এ লক্ষ্যে সব প্রগতিশীল, গণতান্ত্রিক দল, সুশীল সমাজ, শ্রম-কর্ম-পেশার মানুষের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের এখন থেকে আন্দোলন ও নির্বাচন উভয় প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান জেএসডি সভাপতি।
সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দ্দার, অ্যাড. আবদুর রহমান, সোহরাব হোসেন, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সৈয়দ বিপ্লব আজাদ প্রমুখ।