কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই-চারদিন লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। সচিবরা বসবেন, আমাদের আইজি প্রিজন বসবেন। তারপর ডাক্তারকে ডাকবেন; তারা যাবেন। দুই চারদিন সময় লাগবেই।’
সোমবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার নতুন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত রবিবার দুপুরে বিএনপি নেতারা বিশেষায়িত হাসপাতালে বিএনপি প্রধান খালেদার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাল (রবিবার) তাদের (বিএনপির) স্থায়ী কমিটির যে সাতজন সদস্য আসছিলেন, তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি- তারা যে লিখিত ভাবে আমাদের অভিযোগ দিয়েছেন, তা আমরা পরীক্ষা করে দেখব।’
‘যে ডাক্তররা তাকে (খালেদা) পরীক্ষা করেছিলেন, তারা গিয়ে দেখবেন। সেই ডাক্তাররা যদি মনে করেন তার আরও চিকিৎসার দরকার, তাহলে আমাদের সরকারিভাবে সবোচ্চ তার জন্য করব; যদি প্রয়োজন হয়। এটা আমরা তাদের নেতাদের জানিয়ে দিয়েছি।’