টিকিট প্রাপ্তি সহজ করতে নভোএয়ার চালু করলো মোবাইল অ্যাপ্লিকেশন। সেইসাথে অনলাইন চেক-ইন সুবিধাও চালু করেছে এয়ারলাইনসটি। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দুটি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে ছিলেন নভোএয়ারের চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাকুর রহমান খান, নভোএয়ার পরিচালক হাসিবুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং ও ক্রয়, ফ্লাইট সম্পর্কিত তথ্য, ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম-স্মাইলস সম্পর্কিত যাবতীয় তথ্য ও বিভিন্ন সেবা মিলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অ্যাপল ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর ও প্লে-স্টোরে নভোএয়ার লিখে সার্চ দিয়ে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
নভোএয়ারের এমডি মফিজুর রহমান বলেন, ‘যাত্রীরা ভ্রমণের দিন ঘরে বসেই নভোএয়ারের ওয়েবসাইটে তাদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করে চেক-ইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বিমানবন্দরে গিয়ে শুধু বোর্ডিং কার্ড সংগ্রহ করলেই উড়োজাহাজে যাত্রা করতে পারবেন আমাদের যাত্রীরা।’
বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৪টি, কক্সবাজারে ৪টি, যশোরে ৪টি ও সিলেটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রাজশাহী রুটে সপ্তাহে ১০টি ও বরিশালে সপ্তাহে ৪টি করে ফ্লাইট চলছে তাদের। আন্তর্জাতিক রুটে কলকাতায় প্রতিদিন ১টি করে ফ্লাইটে যাত্রী পরিবহন করে এয়ারলাইন্সটি।