চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা ইসলামী ছাত্র শিবিরের ১৩ নেতাকর্মীকে রিমান্ডে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার দুপুরের পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এই খবর নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সিএমপির সদরঘাট থানা পুলিশ শিবিরের ১৩ নেতা-কর্মীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া শিবিরের ১৩ নেতাকর্মী হলেন- মো. কুতুব উদ্দিন (২৩), মো. ইয়াছিন আহাদ ইমন (২১), মো. জিয়াউর রহমান (২২), জুনাইদুল ইসলাম (২১), সাইফুদ্দিন খালেদ (২৪), মো. সাজ্জাদ হোসেন (২০), মো. ররুল কাদের (২০), মো. মেহেরাজুল ইসলাম (১৮), মো. ইমরান হোসেন (২০), সাব্বির হোসেন (২৫), সাজেদুল করিম (১৮), খোরশেদ আলম (২৪) ও মো. শাকিব (১৮)।
গত ৩ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগরের সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাকলিয়া এলাকা থেকে পৃথক অভিযানে শিবিরের এই ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে সিএমপির সদরঘাট থানা পুলিশ।