ত্রিদেশীয় বধির টি-টোয়েন্টি সিরিজ কাল থেকে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে কাল শুরু হচ্ছে ত্রিদেশীয় বধির টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ। বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশন এই সিরিজের আয়োজক। ১৪ সেপ্টম্বর শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘ওয়ালটন বধির টি-টোয়েন্টি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ২০১৮’। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডাবললিগ পদ্ধতিতে। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছে ভারত ও পাকিস্তান বধির ক্রিকেট দল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার দেবে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফিসহ পাবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফির সঙ্গে পাবে ২৫ হাজার টাকা।

বাংলাদেশ বধির ক্রিকেট দলের অধিনায়ক শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি। কিন্তু কখনো কোনো স্পন্সর পাইনি। এবারই প্রথম কোনো স্পন্সর আমাদের দলের প্রতি আগ্রহ দেখিয়েছে। আমরা আমাদের অভিভাবক পেয়েছি। আমরা আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা আগেও বাইরে খেলেছি, এবার দেশে খেলব। ক্রিকেট অনেক ব্যয়বহুল খেলা। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আরো সাফল্য পাব বলে বিশ্বাস করি।’

বাংলাদেশ স্কোয়াড: শাহরিয়ার আহমেদ চৌধুরী (অধিনায়ক), রাসেল আহমেদ, ওয়াহিদুল আলম মুমিন, আফসার উদ্দিন রিয়াদ, আকসার আহমেদ, আহমেদ আব্দুল্লাহ আল হাসিব (উইকেট রক্ষক), রুবেল হোসেন, সোহেল, ইমরান খান, আহমেদ নাফিস ইমতিয়াজ দ্বীপ, জি. এম. মাহাবুবুর রহমান সেতু, ইম্মি চৌধুরী, আকিব মাহমুদ, সাঈদুর রহমান, রায়হান মনির।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে