মুশফিক-মিঠুনের দৃঢ়তায় বাংলাদেশ ১০০

ক্রীড়া ডেস্ক

মুশফিক-মিঠুনের ব্যাটিং দৃঢ়তায় ১০০ পেরুল বাংলাদেশ । ২০ ওভার শেষে দলের সংগ্রহ ১০২ রান। মিঠুন ৫৩ বলে ৫১ রান আর মুশফিক ৬০ বলে ৪৩ রান সংগ্রহ করে অপরাজিত আছেন। সেই সাথে এই জুটির সংগ্রহ ৯৯।

শুরুতে লিটন-সাকিবের আউট হওয়ার ধাক্কা কিছুটা হলেও সামলেছে বাংলাদেশ। দলে দীর্ঘ দিন পর আসা লাসিথ মালিঙ্গা কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার। লিটনকে প্রথম স্লিপে তালুবন্দী করিয়ে আক্রমণের শুরু। পরের বলে সাকিব আল হাসান নামলে ফুলার লেন্থের বল ছুড়ে মারেন অফ স্টাম্প বরাবর। মিড অনে ড্রাইভ করতে গেলে উড়ে যায় তার অফ অফ স্টাম্প। এই ধাক্কা সামলানোর আগেই চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম। বলা যায় শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে লাকমলের বল পুল করতে গিয়ে ব্যথা পান বাম হাতুর আঙুলে। চোট নিয়ে সরাসরি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। তার বদলে মাঠে নামেন মিঠুন। অপর প্রান্তে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের স্কোর ২ ওভারে ২ উইকেটে ৩ রান।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়েই পর্দা উঠছে এশিয়া কাপের ১৪তম আসরের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে