এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান হংকংয়ের বিপক্ষে রবিবার সহজ জয় তুলে নিয়েছে। এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ৮ উইকেটে। দুই দলই টুর্নামেন্টে এদিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে হংকং। আর ১৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে হংকংয়ের দেয়া ১১৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩.৪ ওভারে দুই উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ওপেনার ইমাম-উল-হক। ৫০ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার প্রথম অর্ধশত। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ফখর জামান ২৪, বাবর আজম ৩৩ ও শোয়েব মালিক নয় রান করেন। হংকংয়ের বোলারদের মধ্যে ইহসান খান দুইটি উইকেট শিকার করেন।

পাকিস্তান ব্যাটিংয়ে নেমে দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায়। ইহসান খানের বলে উইকেটরক্ষের হাতে ক্যাচ হন ফখর জামান। দলীয় ৯৩ রানে ইহসান খানের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন বাবর আজম।

এর আগে টস জিতে ব্যাট কতে নামে হংকং। ৩৭.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় তারা। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় হংকং। রান আউট হয়ে ফিরে যান নিজাকত খান। দলীয় ৩২ রানে ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন হংকংয়ের অধিনায়ক আনশুম্যান।

দলের রান যখন ৩৯ তখন হাসান আলীর বলে ইমাম-উল-হকের হাতে ক্যাচ হন ক্রিস্টোফার কার্টার। দলীয় ৪৪ রানে শাদব খানের বলে স্ট্যাম্পিং হন বাবর হায়াৎ। দলীয় ৪৪ রানেই শাদব খানের বলে এলবিডব্লিউ হন ইহসান খান।

এরপর ইনিংসের ৩১তম ওভারে তিনটি উইকেট শিকার করেন পেসার উসমান খান। ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন আইজাজ খান। পঞ্চম বলে স্কট ম্যাককেচনি এলবিডব্লিউ হন। শেষ বলে বোল্ড হন তানবীর আফজাল। দলীয় ১১৬ রানে রান আউট হন ইহসান নওয়াজ।

শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের ১৪তম আসর। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৩৭ রানে জয় পায় টাইগাররা। আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর শুরু হবে সুপার ফোর পর্ব। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

সংক্ষিপ্ত স্কোর

ফল: আট উইকেটে জয়ী পাকিস্তান।

হংকং ইনিংস: ১১৬ (৩৭.১ ওভার)

(নিজাকত খান ১৩, আনশুম্যান র‌্যাথ ১৯, বাবর হায়াৎ ৭, ক্রিস্টোফার কার্টার ২, কিঞ্চিৎ শাহ ২৬, ইহসান খান ০, আইজাজ খান ২৭, স্কট ম্যাককেচনি ০, তানবীর আফজাল ০, ইহসান নওয়াজ ৯, নাদিম আহমেদ ৯*; মোহাম্মদ আমির ০/২০, উসমান খান ৩/১৯, ফাহিম আশরাফ ১/১০, হাসান আলী ২/১৯, শাদব খান ২/৩১, শোয়েব মালিক ০/১৭, ফখর জামান ০/০)।

পাকিস্তান ইনিংস: ১২০/২ (২৩.৪ ওভার)

(ফখর জামান ২৪, ইমাম-উল-হক ৫০*, বাবর আজম ৩৩, শোয়েব মালিক ৯*; তানবীর আফজাল ০/১৩, ইহসান নওয়াজ ০/২৭, আইজাজ খান ০/১৯, ইহসান খান ২/৩৪, নাদিম আহমেদ ০/২৭)।

ম্যান অব দ্য ম্যাচ: উসমান খান (পাকিস্তান)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে