যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব আশা করেছেন, ইউরোপীয় ইউনিয়নের দ্রুত ব্রেক্সিট চুক্তিতে আসতে পারবে তার সরকার। খবর রয়টার্সের।
চলতি সপ্তাহেই এ বিষয়ে আলোচনার জন্য রাবের সলসবুর্গে ইউরোপীয় নেতাদের সঙ্গে বসার কথা রয়েছে। ডমিনিক বলেন, সম্ভবত নভেম্বরে চুক্তিতে আসা যাবে। আগামী বছরের ২৯ মে মার্চ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার কথা ব্রিটেনের। কিন্তু এখনও এটি বাস্তবায়নের নানা দিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি দেশটি।
চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট বিষয়ক পরিকল্পনা নিয়ে হট্টগোল বাধে সংসদে। অনেক বিষয়ে মতৈক্য ছাড়াই প্রস্তাবটি পাশ হয়।