ইরাকে সবচেয়ে কম বয়সী স্পিকার নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের আইনপ্রণেতারা পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচিত করেছেন। নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্নি রাজনীতিবিদ মোহাম্মদ আল-হালবৌসি। ৩৭ বছর বয়সী হালবৌসি হচ্ছেন, ইরাকের ইতিহাসে নির্বাচিত সবচেয়ে কম বয়সী পার্লামেন্ট স্পিকার।

নতুন স্পিকার নির্বাচনের ফলে বহুদিন ধরে আটকে থাকা সরকার গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল শনিবার পার্লামেন্টে অনুষ্ঠিত এক গোপন ভোটাভুটির মাধ্যমে হালবৌসিকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

universel cardiac hospital

স্থানীয় গণমাধ্যম অনুসারে, পার্লামেন্টের ৩২৯ আসনের মধ্যে হালবৌসির পক্ষে ভোট পড়েছে ১৬৯টি। ন্যাশনাল অ্যাক্সিস অ্যালায়েন্সের প্রতিনিধি হিসেবে আল হালবুসি পার্লামেন্টের সর্বোচ্চ পদের নির্বাচনে জয়লাভ করেন। তিনি পূর্বে আনবার প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুই সপ্তাহ আগে পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে ওই অধিবেশনে আইনপ্রণেতারা স্পিকার ও তার দু’জন সহকারী নির্বাচিত করতে ব্যর্থ হয়।

উল্লেখ্য, প্রচলিত রীতি অনুসারে ইরাকের পার্লামেন্ট স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি, প্রধানমন্ত্রী একজন শিয়া ও প্রেসিডেন্ট একজন কুর্দ।- আল জাজিরা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে