আহত তামিমের খোঁজ নিতে ফোন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

আহত তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য আজ বুধবার দুপুরে ফোন করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তামিমকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুণ্ঠাবোধ না করে যেকোনো বিষয় তাঁকে জানানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।

universel cardiac hospital

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করেছ। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওই দিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় আহত হয়ে মাঠ ছাড়েন দলের ওপেনার তামিম ইকবাল। দলের প্রয়োজনে ব্যান্ডেজ করা হাত নিয়েই খেলতে নামেন তামিম। ঝুঁকি নিয়ে খেলতে নেমে প্রশংসিত হন। মাঠে নেমে একটি বল খেললেও দলের খাতায় মুশফিক-তামিমের শেষ জুটিতে যোগ হয় ৩২ রান। ওই খেলায় ১৩৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে