বাংলাদেশে কাতারি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশ সরকার কাতারি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক জোন করতে প্রস্তুত উল্লেখ করে কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের রাজধানী দোহায় রিৎজ কার্লটন হোটেলে শনিবার বাংলাদেশ ফোরাম কাতার ও কাতার ফিন্যান্সিয়াল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে সরাসরি বিনিয়োগের সুযোগ’-শীর্ষক এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ৮টি অঞ্চল চালু হয়েছে।
কাতারের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ সরকার এক বা একাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল জোন করতে প্রস্তুত বলে বলে জানান তিনি।

universel cardiac hospital

তিনি বলেন, বাংলাদেশে পুঁজিবাজার, ওষুধ, জ্বালানি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, কৃষি প্রক্রিয়াকরণ, মানবসম্পদ উন্নয়ন, অন্যান্য অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। কাতারের ব্যবসায়ীরা এ সুযোগ নিতে পারেন।
সেমিনারে কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান শেখ আবদুল আজিজ আল সানি, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে