শ্রীলংকায় জয় পেল ইউল্যাব

ক্রীড়া ডেস্ক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস এ তাদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি কে ১৪০ রানে রানে পরাজিত করে। বাংলাদেশের ইউল্যাব ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৮ রান করে, জবাবে জিম্বাবোয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইউল্যাবের সাবিত হোসেন ৪৫ বলে ৮৯ রান করে ম্যাচ সেরা হন।

নন্দস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ড,কলম্বোতে ২৪ সেপ্টেম্বর এ খেলা অনুষ্ঠিত হয়। প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৮’তে চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। স্বাগতিক শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের ছয়টি দল রেড বুল আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গত ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছায়।

লাইভ স্কোর আপডেট পেতে ক্লিক করুনঃ www.batsman.com

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে