ভারতে গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে গণেশ পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পৃথক ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

১১ দিন ধরে চলা পূজা রবিবার বিসর্জন শুরু হলেও ব্যাপক এ উৎসব ৩০ ঘণ্টা পর সোমবার বিকেলে শেষ হয়।

দেশটির বেসরকারি গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পূজা বিসর্জনকালে ডুবে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে পুনেতে চার, রতনগিরিতে তিন, ভানদারায় দুই, সাতারায় দুই এবং মুম্বাই, নানদেদ, বুলধানা ও আহমেদনগরে একজন করে ডুবে মারা গেছেন।

এ উৎসবের শেষে পুরো রাজ্যজুড়ে লাখ লাখ গণেশ মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে। গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে