ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন। রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো এই তারকা নিজের ক্যারিয়ারের প্রথমবারের মত এই পুরস্কার অর্জন করলেন।এই মিডফিল্ডার এর আগে গত মাসে উয়েফার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন।
গতকাল সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ বছরের সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়। যেখানে সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো আর মিশর তারকা মোহাম্মদ সালাহর নাম থাকলেও তাদের টপকে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন মদ্রিচ।
গত ১০ বছর পর লিওনেল মেসি এবং রোনালদো ছাড়া অন্য কোনো ফুটবলার এই পুরস্কার জিতল। গত দশ বছরে ফিফার সব পুরস্কারই ঘুরে ফিরে জিতেছেন মেসি-রোনালদো।
মদ্রিচ ছাড়াও ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলা বেলজিয়ামের থিবো কোর্তোয়া। আর বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ব্রাজিলের মার্তা। এ নিয়ে ষষ্ঠবারের মতো বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।