বিএনপির সমাবেশ শনিবার

ডেস্ক রিপোর্ট

আগামী বৃহস্পতিবার রাজধানীতে জনসভার ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু আজ মঙ্গলবার এই তারিখ পরিবর্তন করে দুই দিন পিছিয়ে শনিবার জনসভার নতুন তারিখ ঘোষণা করেছে দলটি।

আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে কী কারণে জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে তা বলেননি রিজভী।

বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে জনসভা সফল করার জন্য আহ্বান জানানো হলো।

এর আগে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৭ সেপ্টেম্বর জনসভার ঘোষণা দেন রিজভী। বলেছিলেন, আগামী ২৭ সেপ্টেম্বর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করা হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে বিশাল সমাবেশ করেছে বিএনপি।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড মামলায়ও তার দণ্ড হতে পার বলে আশঙ্কা করছে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। ২০১৪ সালে নির্বাচন বর্জন করা দলটি আগামী নির্বাচনে যাবে এমন প্রস্তুতি ভেতরে ভেতরে থাকলেও এখনও ঘোষণা আসেনি। তবে সরকারকে চাপে রাখতে এবং দলীয় নেতাকর্মীদের চাঙা করতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে