যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারকে আরও ১৫৬ মিলিয়ন ডলার বা ১৩শ’কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছে।
এ নিয়ে গত এক বছরে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ঘোষিত অর্থের পরিমাণ দাড়ালো ৩৮৯ মিলিয়ন ডলারে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের।
সোমবার জাতিসংঘ অধিবেশনের পার্শ্ব বৈঠকে এ ঘোষণা দেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি।
তিনি জানান, নতুন ১৮৫ মিলিয়ন ডলার সহায়তার মধ্যে ১৫৬ মিলিয়ন খরচ করা হবে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য। বাকি টাকা মিয়ানমারকে দেয়া হবে।
হ্যালি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের ভাষণে মার্কিন বৈদেশিক সাহায্য নিয়ে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
কূটনীতিকরা জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওই বৈঠকে ১৬টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ কর্মকর্তারা যোগ দেন।
বৈঠকে উপস্থিত বাংলাদেশির পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী রয়টার্সকে বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন মূল ভিত্তি হওয়া উচিত।গঠনমূলক আলোচনা হয়েছে বৈঠকে, দেখা যাক কী হয়।