ব্রাজিলের বিপক্ষেও খেলছেন না মেসি

ক্রীড়া ডেস্ক

অক্টোবরে ব্রাজিল এবং ইরাকের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ওই ম্যাচগুলোতেও খেলছেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি- এমনটাই জানালেন দলটির অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের পর গত মাসেই প্রীতি ম্যাচে গুয়াতেমালার ও কলাম্বিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচ গুলোতেও ছিলেন না মেসি। এবার ১২ অক্টোবর ইরাক এবং ১৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষেও থাকবেন না ৩১বছর বয়সী এই ফুটবলার।

এই বিষয়ে দলের কোচ বলেন স্কালোনি বলেন, তার সঙ্গে আমি কথা বলেছি। এখন পর্যন্ত আমরা মনে করি যে তার আসাটাই ভালো অথবা দলে সে থাকছে না।

কোচ মনে করেন সামনের দিকে জাতীয় দলের হয়ে এসব খেলোয়াড়দের খেলা চালিয়ে যাওয়া উচিত।

তিনি বলেন, এসব খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যেতেই হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে