বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক অনুশীলন উপলক্ষে প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম।
তিনি বলেন, পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন।
আইএসপিআর সূত্র জানায়, নৌবাহিনীর বার্ষিক অনুশীলনের সময় আনুমানিক ৩টার দিকে বঙ্গোপসাগরে মহড়াকালীন ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে কারো নাম জানা না গেলেও নিহতদের পদবী পেটি অফিসার বলে জানা যায়। আহত ৬ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।