মার্কিন ঘাঁটির বিরুদ্ধে রাশিয়ার কঠোর হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

TOPSHOT - Syrian protesters wave the flag of the opposition as they demonstrate against the regime and its ally Russia, in the rebel-held city of Idlib on September 7, 2018. - Damascus has every right to take back all its territory, Russian President Vladimir Putin told a summit on September 7 expected to decide the fate of Syria's last major rebel bastion Idlib. The legitimate Syrian government has a right and must eventually take under control all of its national territory," Putin told Iran's Hassan Rouhani and Turkish leader Recep Tayyip Erdogan at the summit. (Photo by Zein Al RIFAI / AFP)

মার্কিন সরকার পোল্যান্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। রাশিয়া এ সামরিক ঘাঁটি নিয়ে আমেরিকার তীব্র বিরোধিতা করছে এবং কঠোর হুশিয়ারি দিয়েছে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকো বলেন, আমেরিকার এ ধরনের পদক্ষেপের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি নির্মাণের মার্কিন প্রচেষ্টা ইউরোপের নিরাপত্তাকে বিঘ্নিত করবে।

universel cardiac hospital

সেই সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে সেনা মোতায়েন না করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে মস্কোর যে চুক্তি রয়েছে পোল্যান্ডে ঘাঁটি স্থাপন করলে তাও লঙ্ঘিত হবে। আর এটি বাস্তবায়ন হলে পূর্ব ইউরোপের নিরাপত্তা নিশ্চিতভাবে বিঘ্নিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক বৈঠক শেষে বলেছেন, পোল্যান্ডে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন।

সূত্র: পার্সটুডে

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে