পদ্মা সেতুর নামকরণ হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর নামকরণ করা হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ বলে জানিয়েছেন।

তিনি বলেন, সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণের কথা চিন্তা করা হয়েছে।

universel cardiac hospital

আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজের অগ্রগতির ঘোষণা দেবেন এবং সেতুতে রেলওয়ে সংযোগ কাজের উদ্বোধন ঘোষণা করবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে