দুর্বৃত্তদের গুলিতে মিস বাগদাদ নিহত

বিনোদন ডেস্ক

দুর্বৃত্তরা সাবেক মিস বাগদাদ ও মিস ইরাকের রানার্স আপ মডেল তারা ফারেসিকে গুরি করে হত্যা করেছে। বাগদাদের ক্যাম্প সারাহ এলাকায় গাড়ির ভিতরে থাকা অবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ইরাকে সম্প্রতি এমন আরও কয়েকজন মহিলা সম্প্রতি আততায়ীর হাতে নিহত হয়েছেন। খ্রিস্টান ধর্মাবলম্বী ২২ বছর বয়সী ফারেসের বাবা ইরাকি ও মা লেবানিজ। ফারেস কুর্দি অধ্যুষিত অঞ্চলের এরবিলে থাকতেন। বাগদাদে যেতেন কখনও কখনও। ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় ৩০ লাখ। তিনি ২০১৪ সালে মিস বাগদাদ ও ২০১৫ সালে মিস ইরাক রানার আপ নির্বাচিত হয়েছিলেন।

universel cardiac hospital

ইরাকের স্বরাষ্ট্র-দফতরের মুখপাত্র মেজর জেনারেল সাদমান জানিয়েছেন, বৃহস্পতিবার ওই হামলার সময় ফারেস গাড়ির ভিতরে ছিলেন। দুই জন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে চলে যায়।

তুর্কি সংবাদ মাধ্যম হুররিয়াত ডেলি জানিয়েছে, ফারেসের শরীরের তিনটি বুলেটের আঘাতের দাগ রয়েছে। তারা ফারেস আগে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে