আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে বয়কট করুন : শাহরিয়ার কবির

সারাদেশ ডেস্ক

একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামায়াতকে প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমান। তাই আগামী সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী তথা বিএনপি-জামায়াতকে বয়কট করতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পরাশক্তি যাতে জয়লাভ করতে না পারে সে ব্যাপারে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রামের বাঁশখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির বাঁশখালী শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রায় বাঁশখালীতে জনসভা রবিবার বিকেলে বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা নানাভাবে শেকড় গজিয়ে উঠার চেষ্টা করছে। তাদের শেখর উপড়ে ফেলতে হবে। বাঁশখালীতে ১১ সংখ্যালঘু হত্যাকারীরা কিভাবে জনপ্রতিনিধি হয়ে জনসম্মুখে ঘুরে বেড়ায় তা এখন জিজ্ঞাসা। তিনি বাঁশখালীতে কিভাবে জামায়াতের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রকাশ্যে চলাফেরা করে ও জয়ী হয় তা এখন সাধারণ জনগণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির বাঁশখালী প্রধান উপদেষ্টা আবদুল্লাহ কবির লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল।

প্রধান বক্তা ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক শওকত বাঙালী।

বিশেষ অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি লেয়াকত সিকদার।

যুবলীগ নেতা জাহেদ আকবর জেবুর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির বাঁশখালী শাখার সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসাইন তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জসীম উদ্দিন, পুকুরিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, রণতোষ দাশ, কফিল উদ্দিন, বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম, রাশেদ আলী, খোরশেদ আলম পাশা, দিলুয়ারা বেগম সুমী, গাজী নুরীমন নূরী, আরিফুজ্জামান আরিফ, মোঃ সিরাজ, চৌধুরী নাজিম, জিহাদ উদ্দিন ফারুক, আনিসুল হক, হামিদ হোসেন, মো. হোসাইন, রওশনজ্জামান, ইমরান মাহমুদ চৌধুরী রোমন, ওমর ফারুক, শেখেরখীল আ’লীগ নেতা নুরুল ইসলাম, শ্রীমৎ কৃষ্ণানন্দ, জয় বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে