শুরু হলো ‘সাইবার সচেতনতা মাস’

ডেস্ক রিপোর্ট

আজ থেকে দেশে শুরু হয়েছে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০১৮’। এর মূল লক্ষ্য- সাইবার অপরাধ থেকে নিরাপদে থাকা।মাসব্যাপী এ কার্যক্রমের প্রতিপাদ্য- ‘সাইবার সুরক্ষিত দেশ গড়ার সম্মিলিত দায়িত্ব সবার’।

স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সাইবার সচেতনতা মাস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স (এনসিএসএ) আন্তর্জাতিক এ প্রচারাভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স (এনসিএসএ) ও হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) নেতৃত্বে এ বছর পালিত হচ্ছে ১৫তম সাইবার সচেতনতা মাসের ক্যাম্পেইন।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, কলেজ-বিশ্ববিদ্যালয় ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে সম্মিলিতভাবে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা সম্পর্কে বাংলাদেশে সচেতনতা বাড়াতে সংগঠনটি কাজ করছে।

জানা গেছে, মাসব্যাপী এ কর্মসূচিকে আরও চারটি পৃথক প্রতিপাদ্যে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রথম সপ্তাহ (অক্টোবর ১-৭) : অনলাইন সুরক্ষার চর্চা হোক আপনার ঘর থেকেই; দ্বিতীয় সপ্তাহ (অক্টোবর ৯-১৫) : সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার, কর্ম নিয়ে ভাবনা কী আর; তৃতীয় সপ্তাহ (অক্টোবর ১৬-২২) : অনলাইন সুরক্ষা নিশ্চিতে, কর্মস্থলে কাজ করব প্রত্যেকে; চতুর্থ সপ্তাহ (অক্টোবর ২৩-২৯) : জনগুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন সেবা।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে