বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৭৪ সিনিয়র সহকারী ও সহকারী বিচারক (আইন কর্মকর্তা ও জজ) বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এই বদলি করা হয়েছে বলে সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রজ্ঞাপনে দেখা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৩ জন বিচারককে বদলি করা করা হয়েছে। এছাড়া শূন্য থাকা বিভিন্ন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, বিভিন্ন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র গবেষণা কর্মকর্তা ও সহকারী জজ হিসেবে এসব বিচারককে বদলি করা হয়। এর আগে গত রোববার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জেলা ও দায়রা জজ ও সমমর্যাদা সম্পন্ন ৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।