ইন্দোনেশিয়ায় সহায়তার হাত বাড়াল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে লন্ডভন্ড ইন্দোনেশিয়ায় জরুরি ও মানবিক সহায়তায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বানে প্রথম সাড়া দিল তুরস্ক।

শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১ হাজার ২০৩ জনের প্রাণহানি ঘটে। এছাড়া এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

universel cardiac hospital

সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজ অ্যাজেন্সির ইন্দোনেশিয়া প্রধান ড্যান্ডি কসওয়ারাপুত্র জানিয়েছেন, তুরস্কের রেড ক্রিসেন্ট ও ইস্তান্বুলভিত্তিক মানবিক দাতা সংস্থা হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) শুক্রবারের ভূমিকম্প ও সুনামির পর প্রথম সহায়তা নিয়ে সুলাওয়েসিতে পৌঁছেছে।

এক বিবৃতিতে আইএইচএইচ বলছে, ধ্বংসাত্মক ভূমিকম্পে তছনছ ইন্দোনেশিয়ায় তারা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন। এছাড়া ভূমিকম্পে হতাহত পরিবারের সদস্যদের জন্য তহবিল গঠন করতে তারা একটি ক্যাম্পেইন শুরু করেছেন।

এদিকে, তুরস্কের রেড ক্রিসেন্ট শাখা তাদের বিশেষ দুই কর্মকর্তাকে ইন্দোনেশিয়ার ভূমিকম্প আক্রান্ত এলাকায় পাঠিয়েছেন। ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত সুলাওয়েসি দ্বীপে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছেন তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে