ভারত রাশিয়ার এস ৪০০ কিনছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক রুশ ক্ষেপনাস্ত্র ব্যবস্থা এস ৪০০ কিনবে ভারত।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

গণমাধ্যমে প্রকাশ, পুতিনের ভারত সফরের মূল এজেন্ডাই হলো ভারতের সঙ্গে এস ফোর হান্ড্রেড বিক্রির চুক্তি চূড়ান্ত করা।

পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ৪ অক্টোবর ভারত সফর করবেন এবং মস্কো ও নয়াদিল্লি এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চুক্তি করবে।

তিনি জানান, এস ফোর হান্ড্রেড এর মোট ৫টি ইউনিট নেবে ভারত।

রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তির মূল্যমান হবে ৫৪৩ কোটি ডলার। গত মাসে ভারতের সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষ এ চুক্তির বিষয়টি অনুমোদন করেছে।

তবে শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে এস ৪০০ কেনার চুক্তি ভারত কতটা বাস্তবায়ন করতে পারবে তা নিশ্চিত নয়। কারণ শুরু থেকেই এমন চুক্তির কঠোর বিরোধিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের থেকে অস্ত্র কেনার ব্যাপারে মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া ইরানের সঙ্গেও বাণিজ্য বন্ধ করতে সময় বেধে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেই হুঁশিয়ারির পর ইরান থেকে তেল আমদানি অনেকটা কমিয়ে দিয়েছে ভারত। এমন অবস্থায় রাশিয়ার কাছ থেকে এস ৪০০ কিনতে ভারত কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে