বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমিফাইনালে উঠেছে দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। সেমিফাইনালে আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। অপর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল।
এই ম্যাচকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল।
কোচ গোলাম রাব্বানী ছোটন দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। কালকে ভুটানের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। আমরা এখানে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের মেয়েরা সবাই ভালো আছে। কারো ইনজুরি নেই। ভুটানের বিপক্ষে জিততেই আমরা মাঠে নামব। মেয়েরা তাদের সর্বশক্তি প্রয়োগ করেই খেলবে। ইনশাল্লাহ আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব।
অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী বলেন, এই ম্যাচকে সামনে রেখে আমরা পুরোপুরি প্রস্তুত। কালকে সেমিফাইনাল খেলা, খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিততে পারলে আমরা ফাইনাল খেলব। অবশ্যই আমরা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামব।
উল্লেখ্য, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয়। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। অন্যদিকে প্রতিপক্ষ ভুটান প্রথম ম্যাচে ভারতের কাছে ৪-০ ব্যবধানে হেরে যায়। পরের ম্যাচে মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভুটান। স্বাগতিক হওয়ায় কিছুটা সুবিধা পাবে তারা। নিজেদের মাঠ, নিজেদের দর্শক, চেনা পরিবেশের সুযোগ কতটুকু কাজে লাগাতে পারে ভুটান দেখার বিষয়।
আজ দুটি সেমিফাইনাল হওয়ার পর ৭ অক্টোবর হবে ফাইনাল।