কেউ বিদ্রোহী প্রার্থী হলেই বহিস্কার : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নেতা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির আন্দোলন নিয়ে ভাবার দরকার নেই। তবে বিএনপি-জামায়াত জোট আবারো নাশকতার পরিকল্পনা করছে। নির্বাচন বানচাল করতে চাইলে, কঠোর জবাব দেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে গাবতলী এলাকায় গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, প্রক্রিয়া সম্পন্ন হলে, চলতি সংসদের শেষ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হতে পারে।

তিনি বলেন, কোনো ভাবে বিএনপি বা তার দোসররা ক্ষমতায় এলে, ২০০১ সালের চেয়ে খারাপ অবস্থা হবে দেশের।

দলকে নির্বাচনে জয়ী করতে নিজেদের মধ্যে দূরত্ব কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, কেউ বিদ্রোহী প্রার্থী হলে, ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ছোট আকারে ইভিএম ব্যবহারের পক্ষে আওয়ামী লীগ।
নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে, সাফ জানান তিনি।

এর আগে সকালে মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদে যারা প্রতিনিধিত্ব করে, তাদের মধ্য থেকেই নির্বাচনকালীন সরকার গঠন হবে।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কমনওয়েলথ কি বললো, সেটি নিয়ে সরকারের কিছু ভাবার নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে