আফ্রিকার দেশ কঙ্গোতে তেলবাহি একটি ট্যাংকারের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে প্রায় ৫০ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরো ১০০ জন। আজ শনিবার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কঙ্গো সেন্ট্রাল প্রদেশের উপ-গভর্নর অতৌ মাতুবুয়ানা এনকুলুকি জানিয়েছেন, রাজধানী থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে এমবুতা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি বলেন, প্রায় ৫০ জন লোক নিহতে আমরা শোকাভূত। আরো প্রায় ১০০ জন দ্বিতীয় মাত্রার দহনের শিকার হয়েছে। ব
ছরের পর বছর যুদ্ধ আর অবহেলায় মধ্য আফ্রিকার এই দেশটির রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ। ২০১০ সালে একটি তেলবাহি ট্যাংকার উল্টে গিয়ে বিস্ফোরণে জনসমগম পূর্ন একটি সিনেমা হলে ও আশেপাশের বাড়িতে আগুন ধরে যায়। এত কমপক্ষে ২৩০ জন নিহত হয়।