কঙ্গোতে ট্যাংকার-গাড়ি সংঘর্ষে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ কঙ্গোতে তেলবাহি একটি ট্যাংকারের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে প্রায় ৫০ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরো ১০০ জন। আজ শনিবার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কঙ্গো সেন্ট্রাল প্রদেশের উপ-গভর্নর অতৌ মাতুবুয়ানা এনকুলুকি জানিয়েছেন, রাজধানী থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে এমবুতা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি বলেন, প্রায় ৫০ জন লোক নিহতে আমরা শোকাভূত। আরো প্রায় ১০০ জন দ্বিতীয় মাত্রার দহনের শিকার হয়েছে। ব

ছরের পর বছর যুদ্ধ আর অবহেলায় মধ্য আফ্রিকার এই দেশটির রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ। ২০১০ সালে একটি তেলবাহি ট্যাংকার উল্টে গিয়ে বিস্ফোরণে জনসমগম পূর্ন একটি সিনেমা হলে ও আশেপাশের বাড়িতে আগুন ধরে যায়। এত কমপক্ষে ২৩০ জন নিহত হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে