অর্থনীতিতে উইলিয়াম নর্ডহাউজ ও পল রোমারের নোবেল জয়

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম নর্ডহাউজ ও পল রোমার।

সোমবার সম্মানজনক এ পুরস্কারের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তাদের নাম ঘোষণা করেছে।

এই অর্থনীতিবিদদের প্রণীত পদ্ধতি আমাদের সময়ের মৌলিক ও জরুরি সমস্যার সমাধানে অবদান রাখছে বলে মন্তব্য করা হয় নোবেল কর্তৃপক্ষের টুইটার একাউন্টে।

বিজয়ী অর্থনীতিবিদরা প্রায় ১০ লাখ ডলার পাবেন।

উল্লেখ্য, অর্থনীতির নোবেল প্রথাগত পুরস্কার নয়। মূলত ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে নোবেল ফাউন্ডেশনকে একটি অনুদান দেয়, যা থেকে প্রতিবছর এই পুরস্কার দেয়া হচ্ছে। এর প্রকৃত নাম, ‘আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে স্ভেরিয়া রিক্সবাঙ্ক পুরস্কার’। নোবেল কর্তৃপক্ষ অন্যান্য পুরস্কারের সঙ্গে এই পুরস্কারটিও ঘোষণা করে থাকেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে