ইবির ‘বঙ্গবন্ধু চেয়ারে’ অধ্যাপক শামসুজ্জামান

ক্যাম্পাস ডেস্ক

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারে অধ্যাপক পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

গতকাল সোমবার বিকাল তিনটায় তিনি উপাচার্যের কার্যালয়ে যোগদান করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

universel cardiac hospital

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. শামসুজ্জামান খান বলেন, আজকে যে জায়গাটিতে আমাকে আসন দিলেন, এ এক বিরাট সম্মান। এশিয়া মহাদেশের আধুনিক, গণতান্ত্রিক, মানবিক মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তার প্রতিটি বক্তৃতা, প্রতিটি কথা অসাধারণ বলে রূপ লাভ করেছে। ১৪ বছর জেল খেটেও তিনি বই লিখতে সক্ষম হয়েছেন। যে উদ্দেশ্য চেয়ার প্রতিষ্ঠা করা হলো তা যেন ঠিক থাকে। আমি নিজে এ জায়গায় পরিশ্রম করব। যোগ্যতা, নিষ্ঠা, ভালোবাসা এবং সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেওয়ানুল ইসলামের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে