রপ্তানিতে বড় প্রবৃদ্ধি

অর্থনীতি ডেস্ক

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৯৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।যা দেশের পণ্য রপ্তানিতে বড় প্রবৃদ্ধি। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭৫ শতাংশ বেশি। আবার একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে ৩১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

এটি গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৫৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। কোনো এক মাসে এত বেশি প্রবৃদ্ধি কখনও হয়নি।গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল ২০৩ কোটি ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি গতকাল সোমবার পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। প্র

কাশিত তথ্যে দেখা যায়, তৈরি পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হওয়ার কারণে সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৮১৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে ৭১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৯০০ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রা ছিল ৯৩৩ কোটি ডলার। এ সময়ে আয় এসেছে ৯৯৪ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেশি হয়েছে ৬.৫৪ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি আয় অর্জিত হয়েছিল ৮৬৬ কোটি ডলার।

গত তিন মাসে নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে ওভেন গার্মেন্ট পণ্যে ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৭১ শতাংশ বেশি। এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ। ইপিবির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের গত মাসে সবচেয়ে বেশি পরিমাণে ৯৭ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কৃষিপণ্য রপ্তানিতে।

এ খাত থেকে আয় এসেছে ২৯ কোটি ১৮ লাখ ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৭১ দশমিক ৫৭ শতাংশ। গত তিন মাসে হোম টেক্সটাইল খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। এ সময় আয় এসেছে ২০ কোটি ২৯ লাখ ডলার। তবে চামড়াজাত পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ।

প্রবৃদ্ধিও গত বছরের চেয়ে ১৭ দশমিক ৪৬ শতাংশ কম হয়েছে। এ সময়ে আয় হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ ডলার। এছাড়া গত তিন মাসে প্রবৃদ্ধি কমেছে মাছ, গ্লাস, জাহাজ রফতানিতে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে