আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য নির্বাচকরা ওয়ানডে দল চূড়ান্ত করেছেন। এরই মধ্যে বোর্ডের কাছে নিজেদের দল পাঠিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সেরা দল নির্বাচন করেছেন তাঁরা। জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ মেনে সেরা দল বেছে নিয়েছেন নির্বাচক প্যানেল।
বুধবার গণমাধ্যমে মিনহাজুল আবেদীন বলেছেন, সেরা দল দাঁড় করানো হয়েছে। কারণ প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনরকম হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। আমাদের সেরা দলটাই খেলবে। যেহেতু র্যাঙ্কিং এর ব্যাপার আছে, পয়েন্ট এর ব্যাপার আছে। এই জন্য আমরা আমাদের সেরা পারফর্মেন্সটা দেখতে চাই।
তিনি বলেন, সাকিব ও তামিম ইনজুরিতে। তারা কেউ খেলতে পারবেন না। সেই চিন্তা করেই আমরা দল সাজিয়েছি। আমরা একটা টেস্ট খেলুড়ে দেশ, আমাদের খেলোয়াড় আছে। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট আছে। এখন তো আগের মতন নেই, এখন অনেক শক্তিশালী আমাদের কাঠামো। সেই হিসেবে যেই দলটা দিয়েছি আমরা, আপনারা দেখবেন এই সিরিজটায় আমরা ভাল করব।
১৫ জনের ওয়ানডে স্কোয়াড চূড়ান্ত করেছেন নির্বাচকরা। দুদিনের মধ্যে দল ঘোষণার কথা রয়েছে। জাতীয় লিগ চলায় ওয়ানডে সিরিজ শুরুর আগে ২ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে ১৩ জনকে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিবে দল। দলে কোনো চমক বা পুরনো খেলোয়াড় ফিরছেন কিনা তা স্পষ্ট করে বলেননি মিনহাজুল আবেদীন। তিনি বলেন, আমরা সেরা দলটাই দিয়েছি। কিছু নতুন খেলোয়াড়… এক দুই জনকে তো আমরা দেখি। আমাদের তিনটা ম্যাচ আছে, তিনটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্কোয়াডটা দেখলেই বুঝতে পারবেন।
জানা গেছে, ১৫ অক্টোবর ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে। এর আগেই চলে আসবেন কোচিং স্টাফরা। জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় পা রাখবে সেদিনই।